আমরা ভারত কিংবা পাকিস্তানপন্থী না, আমরা বাংলাদেশী এবং বাংলাদেশপন্থী : মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

আমরা ভারত কিংবা পাকিস্তানপন্থী না, আমরা বাংলাদেশী এবং বাংলাদেশপন্থী : মাওলানা হাবিবুর রহমান

Manual8 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ১৯৪৭ সালে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছি, ৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি। সুতরাং, আমরা কেউই ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী না। আমরা বাংলাদেশি, বাংলাদেশপন্থী। এদেশের স্বাধীনতা রক্ষার্থে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে, যোগ্য শাসক তৈরি করতে হবে। না হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এজন্য যোগ্য, দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থী প্রার্থীকে ভোট দিয়ে দেশের শাসনভার তার হাতে দিতে হবে। জামায়াতও দেশের প্রত্যেকটি আসনে এরকম যোগ্য প্রার্থী উপহার দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট দিন।

Manual8 Ad Code

বুধবার (১৯ নভেম্বর) রাতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় ও সেন্টার কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

জামায়াত নেতা ও সমাজসেবী মুহাম্মদ দেলোয়ার মিয়ার সভাপতিত্বে ও আমিনুর রহমান আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জৈন উদ্দিন, ইউনিয়ন সভাপতি হেলাল আহমদ, জামায়াত নেতা মো. হেলাল আহমদ, ওমর আলী, নাজিম উদ্দীন ইমরান, ডা. সাইফুদ্দিন, মো. ফয়ছল আহমদ, গোলজার হোসেন নাজিম, মুহিবুর রহমান, সাইফুল ইসলাম, আবদুস সহিদ, রফিক উদ্দিন ও তৈয়ব আলি প্রমুখ।

Manual2 Ad Code

পরে এদিন রাতে সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজান মীরেরগাঁও ও ৮ নং ওয়ার্ডের পশ্চিম দর্শা গ্রামের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও সেন্টার কমিটি গঠন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code