জিমেইলের নতুন ফিচারেই মিলবে যে সমাধান

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

জিমেইলের নতুন ফিচারেই মিলবে যে সমাধান

Manual2 Ad Code

গুগল তাদের নতুন টুল ‘Manage Subscriptions’ সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে শুরু করেছে। এই টুলটি এক জায়গায় সব সাবস্ক্রিপশন ইমেইল দেখাবে এবং ব্যবহারকারী এক ক্লিকেই যেকোনো অপ্রয়োজনীয় প্রেরকের ইমেইল বন্ধ করতে পারবেন।

Manual4 Ad Code

আগে জিমেইলে বাল্ক ইমেইল খুললে আনসাবস্ক্রাইব বাটন দেখা যেত। এবার সেই সুবিধাকেই আরও সহজ ও কেন্দ্রীভূত উপায়ে সাজিয়েছে গুগল। নতুন মেনুতে গিয়ে জিমেইল নিজেই সব সাবস্ক্রিপশন উৎস শনাক্ত করে তালিকা দেখাবে।

কেন আসে এত অনাকাঙ্ক্ষিত ইমেইল?

Manual4 Ad Code

অনেক ব্যবহারকারী জানতেই পারেন না, কখন তাদের ইমেইল বিভিন্ন মেইলিং লিস্টে যুক্ত হয়ে গেছে। বহু প্রতিষ্ঠান যথাযথ সম্মতি ছাড়াই ঠিকানাকে প্রোমোশনাল তালিকায় যুক্ত করে দেয়। ফলে প্রতিদিনই অফার, বিজ্ঞাপন ও পিআর বার্তার জট। সাংবাদিক বা গণমাধ্যম–কর্মীদের ইনবক্সে এই স্প্যাম আরও ক্ষতিকর হয়ে ওঠে।

এক প্রযুক্তি সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন বিপুল পরিমাণ পিআর ইমেইল পেতেন তিনি। নতুন টুলটি ব্যবহার করে ইনবক্স অনেকটাই পরিষ্কার করতে সক্ষম হন।

কীভাবে ব্যবহার করবেন ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’

মোবাইলে:

.স্ক্রিনের ওপরে থাকা তিন দাগের মেনু ট্যাপ করুন

Manual4 Ad Code

.সাইডবার স্ক্রল করে Manage Subscriptions নির্বাচন করুন

.তালিকা থেকে যেকোনো ইমেইল উৎস বেছে নিয়ে খামের ওপর থাকা মাইনাস আইকনে চাপুন

.পপ-আপে Unsubscribe ট্যাপ করে নিশ্চিত করুন

ওয়েব ভার্সনে:

.সাইডবার থেকে More–এ ক্লিক

.Manage Subscriptions নির্বাচন

.যেই প্রেরকের ইমেইল আর পেতে চান না, তার পাশে থাকা Unsubscribe–এ ক্লিক

গুগলের দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

.ফিচারটি সবার কাছে এখনো পৌঁছেনি

গুগল জানিয়েছে, নতুন টুলটি ধাপে ধাপে রোল–আউট হচ্ছে। তাই কারও কাছে এটি এখনই দেখা নাও যেতে পারে। অ্যাপ আপডেট রেখে এক–দুই সপ্তাহ পর আবার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

.আনসাবস্ক্রাইব করলেই সঙ্গে সঙ্গে মেইল বন্ধ নাও হতে পারে।

প্রেরক প্রতিষ্ঠান অনুরোধটি প্রক্রিয়া করতে কয়েকদিন সময় নেয়। এই টুল সরাসরি ইমেইল ব্লক করে না, বরং ব্যবহারকারীর ঠিকানাকে তাদের সাবস্ক্রিপশন তালিকা থেকে সরিয়ে দেয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code