সিলেটে ভারতীয় ফুচকার চালান জব্দ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সিলেটে ভারতীয় ফুচকার চালান জব্দ, গ্রেপ্তার ৩

সিলেটে ভারতীয় ফুচকার চালান ধরা পড়ছে। প্রায় তিন লাখ টাকার ফুচকা, একটি ট্রাক এবং তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে এক হাজার ৯৩০ কেজি ভারতীয় ফুচকাসহ একটি ট্রাক (রেজি. নং-ঢাকা মেট্রো-ড-১১-৯২৫৫) ও তিন ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বাজার গ্রামের অধিবাস অধিকারীর ছেলে বর্তমানে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল স্বপ্নীল-৫৫ বাসার অধিবাসী বিপুল অধিকারী (৫০), পাবনার ভাঙুরা থানার চরপাড়া গ্রামের রকিবুল ইসলাম সর্দারের ছেলে মো. টিটন (৩৬), পাবনার চাটমোহর থানার জগতলা নতুনপাড়ার আব্দুল মতিনের ছেলে মো. মুন্না হোসেন (২৩)।

জব্দকৃত ফুচকার বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা (নং ১২/১২/০৯/২৫) দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট