মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

যুক্তরাজ্যে ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।


বুধবার (৭ মে) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ ৪ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) দেশে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ তাকে স্বাগত জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ ছাড়াও পুলিশ, র‍্যাব ও অ্যাভিয়েশন সিকিউরিটির যেসব সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট