সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

উচ্চশিক্ষার সহায়ক প্রতিষ্ঠান বাংলায় আইএলটিএস ও ইমিগ্রেশন সেন্টার এখন সিলেটে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। একই ছাদের নিচে বিদেশে উচ্চশিক্ষার সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে রবিবার (৪ মে) সিলেট নগরের হাউজিং স্টেটের আর্কেডিয়া মার্কেটে প্রতিষ্ঠানটির গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সিইও রাশেদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইআইসি’র ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন। সেলটার সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি এডভোকেট মো: খালেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শওকত আমরান, সাধারণ সম্পাদক মো: মঈন উদ্দিন, ফ্যাকড্ ক্যাব সিলেট জোনের সভাপতি মো: ফেরদৌস আলম, ফেকাস সিলেটের সভাপতি আতিকুর রেজা চৌধুরী, সহ সভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি মুহিবুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আইএলটিএস-এ ভর্তি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে তথ্য সংগ্রহ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট