সিলেট মধ্যরাতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

সিলেট মধ্যরাতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

সিলেট মহানগরের বালুচর এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যায় একটি বসতবাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিম-উত্তরে শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনি বাসায় আগুন লাগে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় শাহপরান থানায় ২টি সাধারণ ডায়রি করা হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো: বেলাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট