নিজ ঘর থেকে সিসিক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

নিজ ঘর থেকে সিসিক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার কর্মচারী। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট