জকিগঞ্জ সরকারী কলেজ আজ থেকে খোলা, সৃষ্ট ঘটনার নিষ্পত্তি

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬

জকিগঞ্জ থেকে সংবাদদাতা : জকিগঞ্জ সরকারী কলেজে গত রবিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কলেজ ৪ দিনের জন্য বন্ধ ঘোষণার পর গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনওর মধ্যস্থতায় বৈঠক বসে সমাধান করা হয়েছে। বৈঠকে মঙ্গলবার থেকে কলেজের ক্লাস শুরুর সিদ্ধান্ত, কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, শান্তি শৃংখলা রক্ষা করতে শোকের মাসে শোক র‌্যালি ছাড়া অন্য কোন কর্মসূচি পালন করা যাবে না এবং আগষ্ট মাস শেষেও কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে হলে অনুমতি নিয়ে পালন করতে হবে বলে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মল্লিকা দে, জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি সামছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, যুবলীগ নেতা আব্দুল আহাদ, আব্দুস সালাম, ফয়েজ আহমদ, আজমল হোসেন প্রমুখ। ছাত্রলীগের উভয় গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা আপোষ সমাধানের লক্ষ্যে ৫ সদস্যর একটি কমিটিও গঠন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট