জঙ্গি আস্তানা থেকে উদ্ধার দুই জঙ্গির মরদেহের ডিএনএ সংগ্রহ

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার দুই জঙ্গির মরদেহের ডিএনএ সংগ্রহ

বহুল আলোচিত সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ থেকে উদ্ধার করা দুটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা দু’টি মরদেহের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার মরদেহ দু’টির ময়না-তদন্ত করা হবে। এর মধ্যে একটি নারীর এবং অপরটি পুরুষ জঙ্গির মরদেহ রয়েছে।

সূত্র মতে, আতিয়া মহলের নিচতলার ঘরটি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন কাওসার আলী ও মর্জিনা বেগম নামে দু’জন। কিন্তু এ দু’টি মরদেহ তাদেরই কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলছে না পুলিশ।

আতিয়া মহলে পরিচালিত ‘অপারেশন টোয়ালাইট’ নিয়ে সোমবার প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভেতরে চার জঙ্গির মরদেহ পাওয়া গেছে, এর মধ্যে দু’টি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সোমবার সেনাবাহিনীর ব্রিফিংয়ে জানানো হয়, জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এখন সম্পূর্ণভাবে প্যারা-কমান্ডোদের নিয়ন্ত্রণে। অভিযানে সেনা কমান্ডোদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট