১১৬তম আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

১১৬তম আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

১১৬তম আর্ন্তজাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলার আহবায়ক মিনারা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক তানিয়া আজাদের সঞ্চালনায় নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য নিয়ে লিখিত বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির সদস্য সোনিয়া আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলার সদস্য ফারহানা আক্তার জুমু, তাসলিমা আক্তার, অন্যতম নেত্রী তমা বেগম।

নেতৃবৃন্দ বলেন, আর্ন্তজাতিক নারী দিবসের সাথে জড়িয়ে রয়েছে ১৮৫৮সালে নিউইয়র্কের সূচ কারখানায় নারী শ্রমিকদেও রক্তাক্ত আন্দোলন সংগ্রামের ইতিহাস। যার ধারাবহিকতায় ১৮৬০ সালের ৮ মার্চ আমেরিকায় গড়ে উঠে নারী শ্রমিক ইউনিয়ন। নারীদের কাজের অধিকার, সমান মজুরি, শিশুশ্রম বন্ধ কাজের সুষ্ঠ পরিবেশ, নিরাপত্তা ও ভোটাধিকারসহ বিভিন্ন দাবিতে আমেরিকা সহ সর্বত্র ছড়িয়ে পড়ে।

নেতৃবৃন্দ আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলের অর্থনৈতিক-রাজনৈতিক, সাংস্কৃতিক-সামাজিক তথা সামগ্রিক সংকট দূর করার প্রতিশ্রæতি দিলেও বাস্তবে সংকট যেখানে ছিল সেই তিমিরেই রয়ে যায়। নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ, নারী পাচার, খুন, সাইবার বুলিং, ইভটিজিং ইত্যাদি ঘটনা না কমে তা বেড়েই চলছে।

সাম্রাজ্যবাদ ও তার দালাল শাসক-শোষক গোষ্ঠী এবং এনজিও’রা নারী ও পুরুষের মধ্যকার বিভক্তি বৃদ্ধি করে জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্থ করছে এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাঙ্গালী জাতীয়তাবাদের ফাঁদে ফেলে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট