৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ সিলেটে যৌথ সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন করেছে।
শনিবার (৮ মার্চ) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমএন্ডডিসি এর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রায় ৫৫০০ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) গণ ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। বর্তমানে ডিএমএফ কোর্স সম্পন্নকারি প্রায় পঞ্চাশ হাজার (৫০,০০০) দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে জুলুম ও বৈষম্যের স্বীকার। দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনের কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
শূন্য পদ থাকার পরেও গত একযুগের বেশি সময় ধরেই নিয়োগ বন্ধ রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় ২০০০ পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় ১০০০ শূন্য পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়ে টালবাহানা করে যাচ্ছে, এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্য দিকে ম্যাটস্ থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরেই আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলো মধ্যে চারটি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন, বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। এছাড়া প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সহসভাপতি ডা. হেলাল উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সিব্বির আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D