নগরীরতে মিজান কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

নগরীরতে মিজান কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Manual8 Ad Code

সিলেট নগরীর আখালিয়ায় মিজান কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত ৯ টায় নেহারীপাড়া ডি বল্কের মাঠে শেখ সাইফুল ইসলামের পরিচালনায় মিজান কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে এনাম ধানু হাটা ও ইনায়া স্পোর্টিং ক্লাব বলদির মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনালে ম্যাচে টাইব্রেকারে ১-০ গোলে এনাম ধানুহাটা পরাজিত করে ইনায়া স্পোর্টিং ক্লাব বলদি কে। ম্যাচ রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন, রিপন আহমদ। চ্যাম্পিয়ান হয় এনাম ধানু হাটা, রানারআপ ইনায়া স্পোর্টিং ক্লাব বলদি। এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মিজান সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ৯ নং ওয়ার্ড, এমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি, আমির হোসেন সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি, সানাউল হক সানা নির্বাহী সদস্য ৯ নং ওয়ার্ড বিএনপি, লিয়াকত আলী আহবায়ক বিএনপি ব্রস্ক্রস বোরো নিউইয়র্ক সিনিয়র সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, ফজলুল হক ফজলু সাবেক সভাপতি আইন শৃঙ্খলা কমিটি, বাবুল আহমদ, আব্দুল হামিদ, শেখ শামিম আহমদ, জামাল আহমদ মুন্না, আজাদ মিয়া খেলা পরিচালনা করেন- শেখ সাইফুল ইসলাম, মিছবাহুর রহমান, আহমেদ রিজভী, আরমানুল ইসলাম জয়, জুবেল আহমদ,হাসান আহমদ, আদিল আহমদ, ওয়াকিল,ওমর, কামরুল, মিনহাজ, শাহরিয়ার, রানা, এহসান প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code