সিলেটে মহাসড়কের নির্মাণ কাজের রোলার চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

সিলেটে মহাসড়কের নির্মাণ কাজের রোলার চাপায় যুবকের মৃত্যু

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। মহাসড়কের ৬ লেন নির্মাণ কাজের রোলার চাপায় মারা যান তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেরার ৬ নং লালাবাজার ইউনিয়নের ফকিরেরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে।

শুক্রবার বিকাল পর্যন্ত নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, তার বয়স আনুমানিক ৩৫ বছর। তাকে দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তার শরীরের উপরের অংশে কেবল একটি গেঞ্জি ছিল। রোলারের চাপায় তার মাথার একাংশ থেতলে গেছে।

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণের কাজ করছে সিনা হাইডো কোম্পানি। প্রতিদিনের মতো আজ সকালে সড়কটিতে কাজ করছিল ওই কোম্পানীর একটি রোলার। এসময় ওই যুবক রোলারটির পেছনে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। রাস্তার কাজ চলার সময় অসাবধানতা বশত রোলারের নিচে পড়ে গিয়ে মারা গেছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসমানী হাসপাতাল থেকে দক্ষিণ সুরমা থানার এসআই আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শেষে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। লাশটি এখন ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট