সিলেটের হরিপুর এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ আটক ১

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

সিলেটের হরিপুর এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ আটক ১

২১ মার্চ ২০১৭, মঙ্গলবার ।। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ মো. ফারুক আহম্মেদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১০টি বিস্ফোরক, ২টি ফিউজ ও ১০টি অবৈদ্যুতিক ডিটোনেটর জব্দ করা হয়। আটক ফারুক উপজেলার হরিপুরের বালিপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
র‌্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) জে এম ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহম্মেদ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে থাকা বিস্ফোরকদ্রব্য সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। তবে কি উদ্দেশ্যে এগুলো সংগ্রহ করেছে তা জানায়নি। এব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট