সিলেটের রোজ ভিউ হোটেলের চেয়ারম্যানের ইন্তেকাল

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সিলেটের রোজ ভিউ হোটেলের চেয়ারম্যানের ইন্তেকাল

সৈয়দ মুহিবুর রহমান মিছলু : সিলেট নগরের উপশহরে অবস্থিত রোজভিউ হোটেলের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সিলেটের প্রথম ফাইভ স্টার হোটেল রোজভিউ এর স্বত্বাধিকারী এবং লন্ডনের রেড রোজ গ্রুপ অব রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আলহাজ্ব আহাদ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) লন্ডন সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে লন্ডনের কিংস্টন হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

তিনি লন্ডনের ওয়েস্ট মলসলি এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৪নং দিগলবাগ ইউনিয়নের মথুরাপুর গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজের সময় পরে জানানো হবে বলে জানিয়েছেন রোজ ভিউ হোটেল এর জিএম একরামুল হক।

মরহুম আহাদ উদ্দিন এর পরিবার এর পক্ষ থেকে ও রোজ ভিউ হোটেল পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন হোটেল এর জিএম একরামুল হক।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট