দেশের বর্তমান সংকট সমাধানে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই : এমরান চৌধুরী

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

দেশের বর্তমান সংকট সমাধানে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই : এমরান চৌধুরী

Manual8 Ad Code

গোলাপগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলার পাঁচমাইল এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দেশের বর্তমান সংকট সমাধানের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। দেশ এখন সংকটময় সময় পার করছে। এ সংকট সমাধানের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অতি জরুরি। একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বড় সংস্কার। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশ এক জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বিচক্ষণতা, দক্ষতা, সততার সাথে কাজ করতে হবে। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিতের শাসন ফরিয়ে আনা যাবে, তত দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে সংকটের সমাধান হবে।

Manual5 Ad Code

এছাড়া আরোও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মামুন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফুলবাড়ি ইউপি সদস্য দুলাল আহমদ দুলা, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি সুরুজ আলী, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য এম গফ্ফার, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মুনিম, লক্ষিপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক আবুল প্রমুখ।

Manual8 Ad Code


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code