১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
সিলেট নগরীর ৫০ হাজার গ্যাস গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় এনেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। সংযোগকৃত আবাসিক শ্রেণির এসব গ্রাহকদের স্মার্ট প্রিপেইড গ্যাস মিটারসমূহ রিচার্জ করা যাবে বিকাশে।
এর আগে রকেট ও উপায় অ্যাপ দিয়ে জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যেত। এবার যুক্ত হলো বিকাশ।
ios বা google play store থেকে JGTDSL PREPAID এপস ইন্সটল করে, রেজিস্ট্রেশন এবং মিটার ডিটেইলস এড করে রিচার্জ করা যাবে।
জালালাবাদ গ্যাস সূত্রে জানা গেছে, গ্যাসের অপচয় রোধ, সাশ্রয় ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সিলেট নগরীতে শুরু হয় গ্যাস মিটার বসানোর কাজ। ‘স্মার্ট কার্ড’ভিত্তিক উন্নত প্রযুক্তির মিটার জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের বিনামূল্যে সরবরাহ করা হয়। বর্তমানে সিলেট নগরী ও সদর উপজেলার ৫০ হাজার গ্রাহক প্রিপেইড মিটারিংয়ের আওতায় রয়েছেন।
বতর্মানে জালালাবাদ গ্যাসের ২ লাখ ২১ হাজার ৪৫৯ গ্রাহক আছেন। এর মধ্যে আবাসিক বা গৃহস্থালি ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। বাকি ১ হাজার ৬৮৪টি সংযোগ বিভিন্ন শিল্প, বিদ্যুৎকেন্দ্র, হোটেল-রেস্তোরাঁ, চা বাগান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের। আবাসিক গ্রাহকদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার প্রায় ৯৫ হাজার।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D