শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের বোরো জমি থেকে পুলিশ নাক-কান কাটা রক্তাক্ত এই লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ২ জন পরিচিত লোক ওই যুবককে ডেকে বাহিরে নিয়ে যায়। সারারাত বাড়িতে না ফেরায় সকালে পরিবার ও গ্রামের লোকজন খোজাঁখুজি করলে উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ বোরো জমি থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারণে ওই যুবকে এভাবে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, নাক-কান কাটা এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট