জৈন্তাপুরে তারেক রহমানের পক্ষে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

জৈন্তাপুরে তারেক রহমানের পক্ষে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শীতে কাঁপছে দেশ। এতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে। আমাদের নেতা তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমরা সাধ্যমত শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।

বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জৈন্তাপুর উপজেলা সদরেে জৈন্তাশ্বরী মাঠে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মামুন আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা বিএনপি নেতা মাসুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, আব্দুল জব্বার হুমায়ুন কবির খান, নুরুল হক, দুলাল আহমেদ, হাসনাত আহমেদ, সেলিম আহমেদ, সাহেদ আহমেদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ নাসির আহমেদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, মারুফ আহমেদ, ইমন আহমেদ, কয়েস, সাইফুল আলম, ফারহান ও রিফাত প্রমুখ।

এসময় জৈন্তাপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট