সিলেটের ৫ সড়কে যান চলাচল নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

সিলেটের ৫ সড়কে যান চলাচল নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে মহানগরের পাঁচটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মহানগরের পাঁচটি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মাহফিলের দিন সকাল ৮টা হতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত মহানগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমা, টিলাগড় পয়েন্ট থেকে বালুচর-মদনীবাগ- গোপালটিলা, শাহী ঈদগাহ থেকে বালুচর–গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, মেজরটিলা পুরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) তিনদিনব্যাপী এ মাহফিল প্রতিদিন বিকাল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম এই মাহফিলে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর বয়ান করার কথা রয়েছে। মাহফিলে কয়েক লাখ লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট