ঘন কুয়াশায় সিলেটে সূর্যের দেখা নেই

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

ঘন কুয়াশায় সিলেটে সূর্যের দেখা নেই

সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেটের আকাশ; দেখা মেলেনি সূর্যের। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কুয়াশা কাটলেও সূর্যের দেখা মেলেনি বুধবার (৮ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ অবস্থা থাকতে পারে আরও দুয়েকদিন। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পৌষের সকালে ঘন কুয়াশার কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি চাকুরীজীবিদের ভোগান্তি পোহাতে হয়েছে। শীতের গরম কাপড় গায়ে জড়িয়ে বেরোতে দেখা গেছে তাদের। সড়কে বেশিরভাগ গাড়িতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

শীত আর ঘন কুয়াশার কারণে সিলেট নগরের সড়কগুলো অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা দেখা গেছে। যারা ঘর থেকে বের হয়েছেন, সবার শরীরেই আছে শীতের কাপড়।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিন এরকম ঘন কুয়াশা থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানা গেছে, তাপমাত্রা আরও বাড়তে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট