১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭
১৬ মার্চ সিলেট সংবাদ টুয়েন্টিফোর ডটকমে ‘ রহস্য জনক কারণে বহিস্কার হলেন সিলেট ছাত্রদলের ৭ নেতা ’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘আগামী সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম’র সাথে রাজনৈতিক দ্বন্ধ চলে আসছে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন সুমনের। কারণ উপজেরা পরিষদ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবুল কাশেম ও আলতাফ হোসেন সুমন স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
” প্রকাশিত সংবাদের এই অংশে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা আদৌ সত্য নয়। ” খবরের এই অংশটির সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। অথচ এখানে আমার নাম যুক্ত করা হয়েছে। প্রকাশিত এ খবরে আমার নাম যুক্ত করায় আমি বিস্মিত হয়েছি। এ ধরনের খবর আমাকে জনসমক্ষে হেয় করেছে।
মূলত হীন উদ্দেশ্যেই আমার বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা যেমন কল্পনাপ্রসূত, বিভ্রান্তিমূলক তেমনি পেশাদায়ীত্ব ও সাংবাদিকতা নীতিমালার সুষ্পষ্ট লংঘন।
তিনি আরও বলেন, আমি অত্র প্রতিবাদটি যথাযথ স্থানে প্রকাশ করার ও ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সিলেট সংবাদ টুয়েন্টিফোর ডটকম এর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রতি আহবান জানাচ্ছি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D