বর্ণাঢ্য আয়োজনে জালালাবাদ প্রেসক্লাবের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে জালালাবাদ প্রেসক্লাবের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


২২ ডিসেম্বর ২০২৪ সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেসক্লাব ৫০ বর্ষে পদার্পন করলো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করলো ঐতিহ্যবাহী এই সংগঠনের সংশ্লিষ্টরা। বেলা২ ঘটিকার সময় কেন্দ্রীয় সহিদ মিনার থেকে আনন্দ রেলি বের করা হয়। রেলি টি নগরীর চৌহাট্রা হয়ে মুসলিম সাহিত্য সংসদে এসে শেষ হয়।বেলা ৩ ঘটিকায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কনফারেন্স হলরুমে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ,নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন্দ। কেক কাটা পুর্ববর্তি বক্তব্যে জেলা প্রশাসক বলেন জালালাবাদ প্রেসক্লাব, সিলেট এর ৫০ তম প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জালালাবাদ প্রেসক্লাব সঠিক পথেই এগোচ্ছে। আমি এই সংগঠন টির সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সভাপতির বক্তব্যে সাংবাদিক সিহাব আহমদ বলেন দেশের কল্যানে জালালাবাদ প্রেসক্লাব এর সকল সদস্য অকোতভয় সৈনিকের ভুমিকায় নিজেদের কার্য সম্পাদন করতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সহ সভাপতি ফখরুল ইসলাম শান্ত, সহসভাপতি মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চঞ্চল, সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, সিনিয়র সদস্য মখলিস খান, সহ প্রেস ক্রাব এর সকল নেতৃবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আবুল ফয়েজ খান কামাল। কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান চঞ্চল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট