সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ নাগরিকত্ব আইন শীর্ষক সেমিনার ১৮ মার্চ

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ নাগরিকত্ব আইন শীর্ষক সেমিনার ১৮ মার্চ

বিএনপির কেন্দ্রিয় দিক নির্দেশনানুযায়ী সিলেট মহানগর বিএনপির উদ্যোগে “বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ (খসড়া) নাগরিক ভাবনা” শীর্ষক এক সেমিনার আগামী ১৮ মার্চ শনিবার সকাল ১০টায় নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন ইন এর হল রুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সেমিনার সফলের লক্ষ্যে বিএনপি সিলেট মহানগরের এক জরুরী সভা সংগঠনের জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি নাছিম হোসেইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিমের পরিচালনায় গতকাল ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান হাবিব, হুমায়ূন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, জিয়াউল গণী আরেফিন জিল্লুর, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, ইমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু, সৈয়দ মইন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, এডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব চৌধুরী, সৈয়দ রেজাউল করিম আলো, আব্দুর রহিম, এডভোকেট শামীম সিদ্দিকী, হুমায়ুন আহমদ মাসুক, মুফতি নেহাল উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার তুতু, আফজল উদ্দিন, আব্দুল আজিজ, মুকুল মোর্শেদ, মোঃ আবুল কালাম, সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান আজিজ প্রমুখ।
সভায় সকল পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি সফল সেমিনার অনুষ্ঠান সফলের লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অপর এক প্রস্তাবে নির্বাচিত জনপ্রতিনিধি সহ জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথাসময় নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্যে সভার পক্ষ থেকে আহবান জানানো হয়। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট