সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন শুক্রবার

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন শুক্রবার

দেড় যুগের বেশী সময় পর সিলেটে উন্মুক্ত স্থানে বড় পরিসরে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সিলেটে জামায়াতে ইসলামী ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। তবে এবার বড়পরিসরে উন্মুক্ত স্থানে ‘কর্মী সম্মেলন’ করছে দলটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

সম্মেলন সফল করতে ইতোমধ্যেই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। সম্মেলন সফলের লক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বের) বিকেলে মোটরসাইকেল যোগে প্রচার মিছিল করেছে বিশ্বনাথে উপজেলা জামায়াত।

সিলেট জেলা জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, সর্বশেষ ২০০৫ সালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের ব্যান্যার ‘প্রতিনিধি সমাবেশ’ হয়েছিলো। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন বিএনপি-জামায়াত সরকাররে শিল্পমন্ত্রী মতিউর রহামন নিজামী। এরপর ২০০৯ সালে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট জামায়াতের ব্যানারে জনসভা অনুষ্ঠিত হয়েছিল। ঐ জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গত মঙ্গলবার কর্মী সম্মেলন এ উপলক্ষে সিলেট মহানগরে জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, দেড় যুগ পর আমরা আলিয়া মাদরাসা মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। আমাদের শীর্ষনেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র সফল হয়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট