বিশ্বনাথে গোয়ালঘরের তালা ভেঙ্গে কৃষকের ৫টি গরু চুরি

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

বিশ্বনাথে গোয়ালঘরের তালা ভেঙ্গে কৃষকের ৫টি গরু চুরি

সিলেটের বিশ্বনাথে গোয়ালঘরের তালা কেটে কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার হরিকলস গ্রামের কৃষক হারুন মিয়ার চুরি হওয়া ওই ৫টি গরুর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক হারুন মিয়া।

স্থানীয় ও জিডি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে কৃষক হারুন মিয়া নিজেই গোয়ালঘরের বারান্দায় বসে গরুগুলো পাহারা দিচ্ছিলেন। শীতের রাতে গোয়ালঘর পাহারারত অবস্থায় কোনো এক সময়ে কৃষক হারুন মিয়া ঘুমিয়ে পড়লে সুযোগের অপেক্ষায় থাকা চোরের দল গোয়ালঘরের তালা কেটে তার ৫টি গরু চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কৃষক হারুন মিয়া গরুগুলো চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ছিল ১টি ষাঁড়, ৪টি গাভী ও ১টি বাছুর।

কৃষক হারুন মিয়ার গরু চুরির ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়েরের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট