১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
ইউরোপের অন্যতম দেশ সুইডেন উচ্চশিক্ষার পদ্ধতি ও সুযোগের জন্য পরিচিত। বিশ্বখ্যাত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের আশ্রয়স্থলের কারণে ক্যারিয়ার গঠনে হাজারো বিদেশি শিক্ষার্থীর কাছে স্বপ্নতুল্য দেশটি। শেনজেনভুক্ত দেশ সুইডেনে উচ্চশিক্ষার নানা সুযোগ আছে। দেশটিতে আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ আছে।
দেশটির অন্যতম ১০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বৃত্তির জন্য আবেদন করা যাবে আইইএলটিএস ছাড়াই। তবে আইইএলটিএস না হলেও বিকল্প কিছু ব্যবস্থা আছে।
সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে প্রথম দিকে জায়গা করে নেয়। দেশটি উচ্চমানের শিক্ষাদানে বিশ্বব্যাপী স্বীকৃত। সুইডেনে অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, যা সারা বিশ্বের শিক্ষার্থীদের আকর্ষণ করে। দেশটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটদের জন্য চাকরির প্রচুর সুযোগ রয়েছে।
আইইএলটিএস ছাড়া যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে-
নির্দিষ্ট বৃত্তির আওতায় সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদনের সুযোগ পাবেন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর এসব বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইটে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
১০টি বিশ্ববিদ্যালয় হলো-
১. স্টকহোম বিশ্ববিদ্যালয়
২. লুন্ড বিশ্ববিদ্যালয়
৩. উপসালা বিশ্ববিদ্যালয়
৪. চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজি
৫. কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি
৬. গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়
৭. লিংকোপিং বিশ্ববিদ্যালয়
৮. উমিয়া বিশ্ববিদ্যালয়
৯. ওরেব্রো বিশ্ববিদ্যালয় ও
১০. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
বিদেশে উচ্চশিক্ষার জন্য আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতে আইইএলটিএস ও টোয়েফল স্কোরের প্রয়োজন হয়। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ইংরেজিতে ভাষাদক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। বিশ্বের প্রায় ১৪০টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আইইএলটিএস স্কোর গ্রহণযোগ্য। এ ছাড়াঅ ভিবাসনসংক্রান্ত কাজে সনদ সংযুক্ত করতে হয়। একবার আইইএলটিএসের সনদ পেলে এর মেয়াদ থাকে দুই বছর। সুইডেনের অনেক বিষয়ে পড়তে শিক্ষার্থীদের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। ইংরেজি ভাষায় আগে ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি মেজর বিষয় হতে হবে। ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীদের সনদ থাকলে আইইএলটিএসের প্রয়োজন নেই। এ ছাড়া আগের ডিগ্রি যদি সুইডিশ পরীক্ষা সমমানের হয়, এমন শিক্ষার্থীদেরও আবেদনে আইইএলটিএস লাগবে না। আইইএলটিএস ছাড়া ইংরেজির যে যে পরীক্ষার স্কোর প্রয়োজন, তা হলো—
*কারিকুলাম ভিটা (সিভি)
*রিকমেন্ডশন লেটার
*আর্থিক প্রমাণ
*আবেদনপত্রপ্রথম আলো ফাইল ছবি
দীর্ঘ সময় পড়াশোনার জন্য এই ইইউ সদস্যরাষ্ট্রে অধ্যয়নের উদ্দেশ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এই পারমিটে অধ্যয়নের জন্য ৩ মাস বা ৯০ দিনের বেশি সুইডেনে বসবাস করার অনুমতি লাভ করা যায়। এ ক্ষেত্রে মনে রাখা জরুরি যে এই পারমিট নিয়ে শেনজেনভুক্ত অন্য দেশে ভ্রমণ করা যাবে না। এ জন্য আলাদাভাবে স্বল্পমেয়াদি (৩ মাসের কম সময়ের জন্য) ভিসার আবেদন করতে হবে।
সুইডেনে উচ্চশিক্ষার জন্য রেসিডেন্স পারমিটের আবেদনের দ্রুততম ও সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। এ জন্য এই লিংকে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপর আবেদনপ্রক্রিয়ার সময় জরুরি নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D