বিশ্বনাথে আগুনে চার বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

বিশ্বনাথে আগুনে চার বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Manual6 Ad Code

সিলেটের বিশ্বনাথে আগুনে চার বসতঘর পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Manual1 Ad Code

স্থানীয় সূত্র জানায়, নওধার মাঝপাড়া গ্রামে আব্দুন নূরের ছেলে ইলিয়াস আলীর আধাপাকা ঘরে আগুন লাগে। ওই সময় ঘরে লোকজন ছিলেন না। আশপাশের লোকজন আগুনের ফুলকি দেখে ঘরের তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ইলিয়াস আলীর ভাই আফতাব আলী, আসাব আলী ও তাদের বাবা আব্দুন নুরের ঘরে। এতে চারটি ঘরের মালামাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

Manual6 Ad Code

রামপাশা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মকন মিয়া বলেন, আগুনের ভয়াবহতা দেখে বিশ্বনাথ থানায় খবর দেয়। থানা থেকে নাম্বার নিয়ে ফায়ার সার্ভিসে ফোন করে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াইঘণ্টার চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ইলিয়াস আলীর ঘর ছাড়াও তার ভাই আফতাব আলী, আসাব আলী ও তাদের বাবা আব্দুন নুরের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীর জানান, ৪টি বসতঘরের ১২টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরনের কাপড় ব্যতীত সব কিছু আগুনে পুড়ে গেছে। এখন পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।

বিশ্বনাথ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র কর্মকর্তা আকরামুল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের সমন্বয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।

Manual7 Ad Code

তিনি বলেন, প্রথমে গ্যাস থেকে আগুন লাগার খবর পাই। নিয়ন্ত্রণে আনার পর দেখতে পাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে চার পরিবারের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) পান্না লাল দে বলেন, আগুন লাগার খবর পেয়ে থানা থেকেও ফায়ার সার্ভিসকে জানানো হয়। সেই সঙ্গে তার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কৌতূহলী জনতাকে সরিয়ে আগুন নেভাতে সহায়তা করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বন্ধ ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code