সড়ক হকারমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

সড়ক হকারমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত

Manual3 Ad Code

সিলেট মহানগরীকে ফুটপাত, সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদে তৎপরতা অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

এ তৎপরতার অংশ হিসেবে বুধবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে মহানগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে ‘রুটিন ওয়ার্ক’ কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি সনিয়ে নিতে বলা হয়।

এই তৎপরতাকে সিটি কর্পোরেশনের ‘রুটিন ওয়ার্ক’ বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

Manual8 Ad Code

সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগরভবনের কার্যক্রম। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান (লালদীঘিরপাড় অস্থায়ী হকার মার্কেট) ছেড়ে ফের রাস্তায় বসে পড়েন। এতে রাস্তায় তৈরী হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমন পরিস্থিতে সিসিকের প্রশাসকের দায়িত্ব পান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। এরপর থেকেই গতি আসে সিসিকের কার্যক্রমে। শুরু হয় ফুটপাত ও সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের তৎপরতা।

Manual8 Ad Code


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code