সিলেটে বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

সিলেটে বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেটের জৈন্তাপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা সাদিকুর রহমান (৪০) নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর বাস চালক ও হেল্পার পালিয়ে গেছেন।

নিহত সাদিকুর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট উপজেলার চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার চতুল বাজার থেকে সাদিকুর মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাসটি তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান-চলাচল বন্ধ করে রাখেন উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনা ১জন ঘটনাস্থলে মারা গেছেন। বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট