৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
সিলেটে র্যাবের হাতে এক যুবলীগ ক্যাডার ও এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা দুজনই ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টি ও আন্দোলনকারীদের উপর হামলাকারী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর দুটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান জানান- সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন একটি এলাকা থেকে যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। জুমায়েল শাহপরান বাইপাস এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ৭ নভেম্বর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (কোতোয়ালি থানার এফআইআর নং-১৪/৪৯৫) দায়ের করা হয়।
এদিকে, র্যাব-৯ অপর একট টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন একটি এলাকা থেকে মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছর মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে। তিনি এয়ারপোর্ট থানার বাদামবাগিছা এলাকার আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে ২১ অক্টোবর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (এয়াপোর্ট থানার এফআইআর নং-৭/১৪৪) দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-৯। পরে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D