৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
সিলেটে এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় মেজর মোঃ নূরুল হুদা, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস-৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন-৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩,২৬০ পিস, ব্রিকস চকলেট ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।
যার আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ২ লক্ষ ৩১ হাজার ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D