ওসমানীনগরে চিনিভর্তি ট্রাক জব্দ, আটক ৪

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

ওসমানীনগরে চিনিভর্তি ট্রাক জব্দ, আটক ৪

সিলেটের ওসমানীনগরে স্থানীয়দের সহায়তায় চিনি ভর্তি ট্রাক জব্দ করেছে ওসমানীনগর থানা পুলিশ।

রোববার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার থেকে ট্রাক বোঝাই অবৈধ চিনি উদ্ধার করা হয়।

এসময় ট্রাক চালক মামুনসহ ৪ জনকে সন্দেহ জনক আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ। তিনি বলেন, গাড়িতে কি পরিমান চিনি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, দক্ষিণ সুমরা থেকে শায়েস্তাগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৫০৫) উপজেলার তাজপুর বাজারে পৌছলে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, বৈধ চিনি দাবি করলেও সন্ধ্যা পর্যন্ত তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট