গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান খলকুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আওয়ামীলীগ নেতা সাজিয়ে থানা ও আদালতে পৃথকভাবে তার বিরুদ্ধে সম্প্রতি এই দুইটি মামলা করা হয়। অথচ কখনো তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন পরিষদের অন্য জনপ্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেট নগরীতে নাশকতার অভিযোগ এনে এ মামলাটি করা হয়।

এদিকে মামলা থেকে অব্যাহতি দিতে রোববার সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ইউনিয়নের মেম্বাররা।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০২১ সালের ১২ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন খলকুর রহমান। এরপর তিনি ২০২২ সালের ১ ফেব্রুয়ারী থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০২৩ সালে স্বাস্থ্যসেবা খাতে উপজেলা ও ২০২৪ সালে জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এছাড়া পেনশন স্কীম খাতে চলতি বছরে আবারও উপজেলার মধ্যে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার এসব জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটি কুচক্রী মহল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগ এনে এবং আওয়ামীলীগের নেতা সাজিয়ে বাদীর সাথে আতাত করে ষড়যন্ত্রমূলক ভাবে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালত মামলাটি দায়ের করেন উপজেলার রফিপুর দক্ষিণ মাইজবাগ গ্রামের মতছির আলীর পুত্র আব্দুস শহীদ। মামলা নং ৩৩৫/২৪ ও সিলেট কতেয়ালী থানায় মামলাটি দায়ের করেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জের মানিকপুর ফুলসাইন্দ গ্রামের মোঃ জামাল উদ্দিনের পুত্র আকবর আলী। মামলা নং ৩৪/৪৭৩। এসব মামলায় তাকে আওয়ামাীলীগ নেতা সাজিয়ে আসামী করা হয়। আ’লীগ নেতা সাজিয়ে মামলা দায়েরের খবরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে তারা সঠিকভাবে তদন্তের মাধ্যমে চেয়ারম্যান খলকুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ারু জন্য জোর দাবি জানান।

এদিকে লক্ষনাবন্দ ইউনিয়নের মেম্বাররা বলছেন, চেয়ারম্যান খলকুর রহমান কখনো আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করায় পরপর তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট