মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী গ্রেপ্তার

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের জালালিয়া সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভোজপুর বাজারে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) নির্বাচনী সভায় হামলা ও দলের নেতাকর্মীদের আহত করার ঘটনায় গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

এছাড়া মো. ইউসুফ আলীর বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর হামলা, ২০২১ সালে পৌর নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর বাসায় হামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট