সিলেটে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজ

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

সিলেটে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজ

সিলেট পদ হারিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির এক নেতা।

শনিবার কেন্দ্রের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পদ হারানো আবদুল্লাহ আল মামুন পারভেজ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়- ‘দলীয় শৃঙ্খলা,নীতি ও আদর্শ পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদস্য পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট