কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Manual4 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে আম্বিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বতুমারা গ্রামের কালা মিয়ার স্ত্রী ও বিজয়পাড়ুয়া গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ে।

Manual8 Ad Code

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Manual2 Ad Code

আম্বিয়ার শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও তার বাবার বাড়ির লোকজন হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।

গৃহবধূর শশুরবাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আম্বিয়া বেগম শনিবার সকালে এক গ্লাস পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আম্বিয়ার জা লোকসান (২৩) ও আয়শা বেগম (২৫)-কে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়েব আল মাহমুদ আদনান বলেন- প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হতো বলে জানতে পেরেছি। আম্বিয়া বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার মৃত্যু রহস্যজনক।

Manual2 Ad Code

ওসি বলেন- এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code