হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হল- বাস চালক রাজু মিয়া (৩৫) ও ট্রাক চালক আজিজুল হক (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট পাঠানো হয়েছে। ওসি বলেন নিহতদের পুরো পরিচয় শনাক্তে কাজ করছেন তারা।

দূর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩ ঘন্টার বেশি যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পরে। চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট