গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান জেবুল গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান জেবুল গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উদ্দিন জেবুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহতাব উদ্দিন জেবুল লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের ছানি হত্যা মামলার ১৮নং এজাহারভুক্ত আসামি মাহতাব উদ্দিন জেবুল। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর রোববার সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট