কোম্পানীগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে নিহত ২, পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭

কোম্পানীগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে নিহত ২, পুলিশসহ আহত অর্ধশতাধিক

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাত আটকের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার ভোরে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফা নগর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, ডাকাতের বল্লমের আঘাতে খুন হওয়া গৃহকর্তা জিলু মিয়া। তার বাবার নাম লাল মিয়া। এ সময় বাড়ির অন্যান্য লোকজন এবং গ্রামের কিছু লোক ধাওয়া দিয়ে সোনাই মিয়া নামে এক ডাকাতকে আটক করে। বিক্ষুব্ধ জনতা ডাকাত সোনাই মিয়াকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আটক ডাকাতকে উদ্ধার করে থানায় নিয়ে আসতে চাইলে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়।

তারা জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়ার আপন চাচা মফিজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তার পিতার নাম আবদুল জব্বার। তিনি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর গ্রামের দক্ষিণ রাজনগরের বাসিন্দা। এছাড়াও সংঘর্ষে অন্তত ১০ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশের গুলিতে মফিজ মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আলতাফ হোসেন জানান, পুলিশের গুলিতে মোস্তফানগর গ্রামে মফিজুর রহমান মারা গেছেন এ তথ্য সঠিক নয়। পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, মফিজুরকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা তার শরীরে কোন গুলির চিহ্ন পাননি। তার লাশ বাড়িতে রয়েছে। পুলিশ মফিজুরের লাশ থানায় নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলতাফ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট