২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে সাদাপাথর চুরি ও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩৬টি কাঠের নৌকা ও ৫শ ফুট পাথর জব্দ করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), পুলিশ ও বিজিবি সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন থেকে সাদাপাথর ও রোপওয়ে বাংকার থেকে এই কাঠের নৌকা দিয়ে পাথর লুটপাট করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও বিজিবি বাঁধা দিলেও পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও বিজিবি প্রায়ই অভিযান দিয়ে রাস্তা থেকে পাথর বুঝাই গাড়ি আটক করেও তাদের থামাতে পারছেনা। এ ছাড়া বিজিবি নিয়মিত অভিযান দিয়ে ধলাই নদী থেকে পাথর চুরিতে ব্যবহৃত নৌকা আটক করছে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত-রাতে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাসাদেক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৪৯/এমপি হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদী এলাকায় বিজিবির আহবানে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D