ছাতকে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

ছাতকে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছাত‌কে নাশকতার মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইসলামপুর ইউনিয়নের সভাপ‌তি আনোয়ার পাশা (৫৩) ও একই ইউনিয়‌নের স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপ‌তি আমির হোসেন আমু (৪০) না‌মে দুই নেতা কে পু‌লিশ গ্রেপ্তার ক‌রে‌ছে।

শুত্রুবার সন্ধ‌্যায় যৌথ বা‌হিনী গোপন সংবাদ পে‌য়ে উপ‌জেলা সদ‌রের ভাই ভাই হোটেল থে‌কে স্বেচ্ছাসেবক লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আনোয়ার পাশা (৫৩) উপ‌জেলার ইসলামপুর ইউপির নোয়াগাঁও (গনেশপুর) গ্রা‌মের মৃত মঈন উদ্দিনের ছে‌লে ও আমির হোসেন আমু (৪০) একই ইউপির মৌলভীরগাঁও গ্রা‌মের আমরু মিয়ার ছে‌লে।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিরবিয়া হাসান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে ব‌লেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি আনোয়ার পাশা ও স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপ‌তি আমির হোসেন আমু‌কে সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট