সিলেট নগরীতে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

সিলেট নগরীতে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট প্যারেড অনুষ্ঠিত

ওয়ার্ল্ড লায়ন্স অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে সিলেট বেইসড লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ এর উদ্যোগে শুক্রবার সিলেট নগরীতে ডিস্ট্রিক্ট প্যারেড অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রঙিন বেলুন উড়িয়ে ডিস্ট্রিক্ট প্যারেডের উদ্বোধন করা হয়।

প্যারেডে অংশ নেয় লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি, লায়ন্স ক্লাব অব সিলেট সিটি, লায়ন্স ক্লাব অব সিলেট রোজ, লায়ন্স ক্লাব অব পঞ্চখন্ড, লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার ওয়েস্ট, লিও ক্লাব অব সিলেট ২ এবং লিও ক্লাব অব সিলেট ড্রিম।

প্যারেডটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন্স শিশু হাসপাতালে গিয়ে শেষ হয়।

প্যারেড শেষে লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট গভর্নরের কল AIM এর উপরে সেমিনার অনুষ্টিত হয়।

সেমিনারে ওয়ার্ল্ড লায়ন অক্টোবর সার্ভিস প্রোগ্রাম অবজারভেন্স কমিটি সিলেটের চেয়ারম্যান লায়ন আমিন উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান লায়ন মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ইন্ডোর্সি লায়ন নাজমুল হক পিএমজেএফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আশরাফ হোসেইন খান হীরা এমজেএফ, আইপিডিজি লায়ন লুতফর রহমান এমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম সারওয়ার জাহান জামিল এমজেএফ, পিডিজি লায়ন মজিবুল হক চুন্নু এমজেএফ, পিডিজি লায়ন প্রফেসর ডা: আজিজুর রহমান, পিডিজি লায়ন হেলেন নাসরিন এমজেএফ, পিডিজি লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ। সেমিনারে কিনোট স্পিকার ছিলেন লায়ন মাহবুবুল হক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডি ইন্ডোর্সি স্পাউস মৌলুদা নাজমুল, ডিস্ট্রিক্ট গভর্নর স্পাউস ফাতেমা কাদের হুমা, আইপিডিজি স্পাউস শিরিন আক্তার রুবি, পিডিজি স্পাউস জুলেখা আক্তার জুই, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ হাসেম এমজেএফ, ডিজি এডভাইজার লায়ন নাজনীন হোসেন, ডিস্ট্রিক্ট জিএমটি কোঅর্ডিনেটর লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন, ডিস্ট্রিক্ট জিএসটি কোঅর্ডিনেটর কাজী শামীম হাসান, আরসি হেড কোয়াটার লায়ন রফিকুল বারী মুক্তা, সিলেট লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলি, আরসি হেড় কোয়াটার লায়ন মনসুর আলম চৌধুরী, ওয়ার্ল্ড লায়ন অক্টোবর সার্ভিস প্রোগ্রাম অবজারভেন্স কমিটি চেয়ারম্যান লায়ন মো: মুস্তাফিজুর রহমান, আরসি হেড কোয়াটার লায়ন আবুল কাসেম বাবু, ডিস্ট্রিক্ট মার্কেটিং কোঅর্ডিনেটর লায়ন আব্দুল্লাহ আল মামুন শ্যামুন, আরসি হেড কোয়ার্টার লায়ন ইঞ্জি: মোহাম্মদ আবু তাহের, আরসি আরসি হেড কোয়াটার লায়ন জয়া জাহান চৌধুরী, আরসি লাগন ফারজানা কাদির সুমা, আরসি আহসান শুভ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ফাহিম আশরাফ খান, ডিস্ট্রিক্ট প্যারেড ও সেমিনার শেষে দিনব্যাপী সিলেট বেইসড লায়ন্স ক্লাবের সার্ভিস প্রোগ্রাম অনুষ্টিত হয়। –বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট