বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী দল : আলী আহমদ

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী দল : আলী আহমদ

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের নেতা তারেক রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পতিত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরী করেছিল। এবারের দুর্গাপুজা অতীতের যে কোন সময়ের চেয়ে ভালো হয়েছে। দেশটা আমাদের সকলের। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশকে এগিয়ে নিতে চাই। এজন্য সনাতন ধর্মাবলম্বীদের এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডব পরিদর্শন ও মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি শনিবার দিনভর মোল্লারগাঁও ইউনিয়নের মকন দোকান ও চৌধুরীগাও এবং কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রাম ও পুরাণগাওঁ এলাকার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কুহিনূর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, এনামুল হক মাক্কু, কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ গুলজার আলী, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়য়ক সম্পাদক সোনাহর আলী সুহেল, সহ ছাত্র বিষয়য়ক সম্পাদক মাসুম পারভেজ, সহ প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদ বিপ্লব, তাতী বিযয়ক সম্পাদক আব্দুস শাকুর সফিক, কামালবাজার ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ গিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি হিরণ মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমরান হোসেন রানা ও ছাত্রদল নেতা রুহান আহমদ প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট