শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান রেজুয়ানুল হক (২২) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজুয়ানুল হক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের তার সহকর্মী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যস্থাপক প্রকৌশলী এ বি এম মিজানুর রহমান। তিনি বলেন-সাব-জোনাল অফিসের লাইনম্যান অসতর্কতা অবস্থায় কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট