ছাতকে পী‌রের হত‌্যাকা‌ন্ডের প্রতিবা‌দে শোকসভা ও দোয়া মাহ‌ফিল

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

ছাতকে পী‌রের হত‌্যাকা‌ন্ডের প্রতিবা‌দে শোকসভা ও দোয়া মাহ‌ফিল

Manual6 Ad Code

ছাতকে ছুরিকাঘাতে হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান হত‌্যাকা‌ন্ডের প্রতিবা‌দে শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

১২ অক্টোবর বিকা‌লে উপ‌জেলার ধারন বাজার এলাকাবাসীর উদ্দ্যো‌গের আব্দুল হান্নান হত‌্যাকা‌ন্ডের প্রতিবা‌দে শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্টিত হয়।

Manual1 Ad Code

বি‌শিষ্ট সমাজ‌সেবক মুহিবুর রহমান শা‌ন্তি মিয়ার সভাপতিত্বে ও মাওলানা ইমাম উদ্দিন ও এনামুল হক কাইয়ুমের যৌথ পরিচালনায় অনু‌ষ্টিত সভায় প্রধান অ‌তিথি ছি‌লেন সা‌বেক শিক্ষা কর্মকর্তা মাওলানা মখছুদ আহমদ চৌধুরী, বি‌শেষ অতিথি ছি‌লেন জেলা বিএন‌পি নেতা শাহ শ‌ফিকুল আলম ম‌তি, নাজমুল ইসলাম, আবুল হাসনাত, হাজী হাছন আলী, সৎপুর আলিয়া মাদ্রাসার মুহা‌দিস আব্দুল বা‌সিত।

অনু‌ষ্টিত সভায় বক্তব‌্য রাখেন হা‌ফিজ নিজাম উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাই লিপু, মাওলানা আব্দুল খা‌লিক, মাওলানা আইন উদ্দিন, শিক্ষক সৈয়দ আশারাকুল ইসলাম জু‌নেদ।

Manual2 Ad Code

শোক সভা শে‌ষে দোয়া প‌রিচালনা ক‌রেন মাওলানা মখছুদ আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

বক্তারা ব‌লেন এ হত‌্যাকা‌ন্ডের ১১ দিন অ‌তিবা‌হিত হ‌লেও এখনো পু‌লিশ হত‌্যার রহস‌্য উদঘাটন কর‌তে পা‌রে‌নি ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন। দ্রুত আসামী‌দের আইনের আওতায় আনার দা‌বি জা‌নি‌য়ে‌ছে।

তি‌নি উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র। গত ৩ সে‌প্টেম্বর সকা‌লে আপন বোনের বাড়িতে হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নানকে খুন ক‌রে‌ছে দুর্বৃক্তরা।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code