সিলেটে ২৪টি চোরাই গরুসহ চার চোরাকারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

সিলেটে ২৪টি চোরাই গরুসহ চার চোরাকারবারী গ্রেপ্তার

সিলেটে ২৩ লক্ষাধিক টাকার গরুসহ চার চোরাকারবারীকে গ্রেফতার করেছে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ। একই সাথে গরু বোঝাই পাঁচটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে। তবে অভিযানকালে এর সাথে জড়িত আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সিলেটে মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত সোমবার জালালাবাদ থানাধীন কুমারগাঁওয়ের অনন্তপুর এলাকা সংলগ্ন তেমুখী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ২৪টি গরুসহ ওই চার চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। চোরাকারবারীরা পাঁচটি পিকআপে করে গরুগুলো নিয়ে যাচ্ছিল। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল জানান, অভিযানকালে ৪ জনকে গ্রেফতার করা গেলেও আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা গরু ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে পুলিশ পাঁচটি পিকআপ ও ২৪টি গরু জব্দ করে এবং চার চোরাকারবারীকে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতার ৪ জনসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইসবপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০), একই গ্রামের মৃত সইবুর রহমানের ছেলে আল আমিন হোসেন (২৩), পাইকরাজ গ্রামের কমর উদ্দিনের ছেলে আবদুর রব (২০) ও একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৬)।

মামলার পলাতক আসামীরা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের জাবেদ (২০), তুরুবাগ গ্রামের বাবুল মিয়া (৪৫), পাইকরাজ গ্রামের বৌলগ্রামের মোশাহিদ (৪৭) ও গোলাপগঞ্জ উপজেলার করদাপাড়া গ্রামের মোস্তফা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট