ছাত্র-জনতার র’ক্তে অর্জিত সাফল্য ন’স্যা’ৎ করার ষ’ড়’য’ন্ত্র চলছে : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

ছাত্র-জনতার র’ক্তে অর্জিত সাফল্য ন’স্যা’ৎ করার ষ’ড়’য’ন্ত্র চলছে : মিফতাহ্ সিদ্দিকী

৫ অক্টোবর শনিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, ‘ছাত্র-জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে হবে। বাংলাদেশ থেকে স্বৈরশাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে। আমরা পূর্ণ গণতন্ত্র চাই। ভোটাধিকার চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। গণমাধ্যমের স্বাধীনতা চাই। গুম, খুন ও বিনাবিচারে হত্যার অবসান চাই, আইনের শাসন চাই, মানবাধিকার চাই, একটি মানবিক বাংলাদেশ চাই। এজন্য তৃনমূল বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।


সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন ও খুনী হাসিনা পালিয়ে গেলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। রাষ্ট্র ও সরকারের প্রতিটি সেক্টরে এখনো বাকশালীদের প্রেতাত্মারা বসে আছে। তারা নানা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করছে। এ ব্যাপারে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতো আরো বলিষ্ট ভুমিকা পালন করতে হবে। সময়ের ব্যবধানে আমরাই বিজয়ী হবো।


দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান হেলালুজ্জামান হেলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান পরিষদের সাধারণ সম্পাদক অনুপ দে।
বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, ফয়ছল আহমদ, ওহিদ তালুকদার, মোয়াজ্জেম হোসেন, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, দুবাগ ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি আব্দুল গণি, আবুল কালাম এনাম, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, জাকারিয়া আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম আহমদ, নিয়াজ মেম্বার, পারভেজ আহমদ, ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল আহমদ, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের জসিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের জামাল আহমদ, ৬নং ওয়ার্ডের কুনু মিয়া, ৮নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, দুবাগ ইউনিয়ন যুবদল নেতা সুহেল আহমদ, জামিল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফছার আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফছার আহমদ, দুবাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাহেদ আহমদ, ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি ছমির উদ্দিন, কারা নির্যাতিত শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবাদুর রহমান এবাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য বেলাল আহমদ মুন্না, কাওছার আহমদ রয়েল, উপজেলা যুবদল নেতা খালেদ আহমদ, ব্যবসায়ী বিএনপি নেতা সেলিম আহমদ ও নিয়াজ উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সোহেল আহমদ, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, মহানগর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম সায়েম প্রমূখ।
জনসভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট