সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তারা মারা যান।

নিহত দুজন হলেন-পান্ডারগাওঁ ইউনিয়নের পলিচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৫) ও একই গ্রামের নুরুল হক মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৬)।

স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় নিহত দুইজনের পরিবারে শোকের মাতম চলছে।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ বলেন, সকালে দেখার হাওরের মাছ ধরতে গিয়েছিল দুজন। এ সময় বর্ষণ ও বজ্রপাত ছিল। আকস্মিক বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।

এদিকে, জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহও স্বজনরা উদ্ধার করেছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো.জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট