কানাইঘাটে সন্ত্রাসী হামলায় প্রবাসী গুরুতর আহত

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭

কানাইঘাটে সন্ত্রাসী হামলায় প্রবাসী গুরুতর আহত

সিলেটের কানাইঘাট উপজেলার ধলিবিল দক্ষিণ নয়াগ্রামের শরীফ উদ্দিন (৩৬) নামের এক প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মাছুখাল নয়াবাজারে এ হামলার ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, প্রবাসী শরীফ উদ্দিন মাছুখাল বাজার থেকে মোটরবাইকে করে নিজের বাড়ীতে যাচ্ছিলেন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আনোয়ার ৮/১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় জনতা আহত প্রবাসীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত প্রবাসীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট